বসিরহাটের সাহিত্যিক সোহারাব হোসেন
সোহারাব হোসেন [কথাসাহিত্যিক] জন্ম – ২৫ নভেম্বর ১৯৬৬ খ্রি মৃত্যু – ২ মার্চ ২০১৮ খ্রি বসিরহাটের সাহিত্যিক সোহারাব হোসেন আমাদের পরবর্তীকালের লেখকদের ভিতর সোহারাব ছিল প্রতিভাবান। খুব কম সময়েই সরম আলির ভুবন, মহারণ এর মতো উপন্যাস লিখে ফেলেছিল। – অমর মিত্র একালের একজন প্রথিতযশা সাহিত্যিক অমর মিত্র এমনই মন্তব্য করেছিলেন সাহিত্যিক সোহারাব হোসেন সম্পর্কে। সত্যিই সোহারাব হোসেন…
